উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নীচু তলাতে বহিঃ বিভাগ, চিকিৎসকগনের চেম্বার,ডিসপেনসিং রুম,ইসিজি পরীক্ষাগার,শিশু ও মায়েদের টিকা প্রদানের ঘর, ও,আর,টি,সি কর্নার, আই,এম,সি,আই কর্নার, পুষ্টি কর্নার, আই ভিশন সেন্টার, র্গভবতী মায়েদের চেকআপ রুম, উত্তরদিকে যক্ষা ও কুষ্ঠ পরীক্ষাগার, পূর্বপাশে জরুরী বিভাগ, ল্যাবরেটরী এবং একটু পূবে প্রশাসনিক শাখা। ২য় তলায় পুরুষ ও মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড, ভি আইপি কেবিন, ডাবল কেবিন, লেবার রুম, আল্ট্রাসনোগ্রাম রুম, অনলাইন ডাটা এন্ট্রি রুম, চিকিৎসকের চেম্বার ও নার্সিং ডিউটি রুম। তাছাড়া টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়, যার নং- ০১৭৩০ ৩২৪৬৭১, ০১৭০১২৪৮৬৬২,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস