সিটিজেন চার্টার |
ই,পি,আই ও এন,আইডি, নরমাল ডেলিভারী, স্বাস্থ্য শিক্ষা সহ যাবতীয় স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম সম্পাদন। |
১। হাসপাতালে বহি:বিভাগে আগত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। (সরকারী ছুটির দিন ছাড়া)
২। হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
৩। জরুরী বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। (সরকারী ছুটির, অন্যান্য দিনেও)
৪। সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ২.৫০ পর্যন্ত বহি:বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
৫। ল্যাবরেটরীতে বিভিন্ন ধরণের পরীক্ষা করা হয়।
৬। ০-১ বছর বয়সী শিশুদের ডিপথেরীয়া, হুপিং কাশি, ধনুসষ্টংকার, হাম, পোলিও, যক্ষা ও হেপাটাইটিস রোগের প্রতিসেধক টিকা দেওয়া হয়।
৭। ০-৫ বছর বয়সী শিশুদের আই.এম.সি.আই. কর্ণারে আলাদা ভাবে চিকিৎসা সেবা প্রদান।
৮। ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের সিডিউল মোতাবেক টিটি ৫ ডোস ধনুসষ্টংকারের টিকা প্রদান করা হয়।
৯। হাসপাতালে আগত রোগী ও রোগীর সংঙ্গীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজোনন স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষাদান প্রদান।
১০। সক্ষম দম্পত্তিদের পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ প্রদান ও পদ্ধতি নির্বাচনে সহায়তা প্রদান।
১১। বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, সিসিথেকে রেফারকৃত রোগীদের অধিকতর গুরুত্ব সহকারে সেবা প্রদান।
১২। প্রয়োজন বোধে উন্নত চিকিৎসার জন্য কোন কোন রোগীকে জেলা হাসপাতালে রেফার করা হয়।
১৩। ভর্তি রোগীদের ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়া হয়।
১৪। জরুরী বিভাগে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীগণ ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
১৫। ভর্তি রোগীদের বিনামূল্যে তিন বেলা খাবার সরবরাহ করা হয়।
১৬। বিনামূল্যে টিকা প্রদান করা হয়।
১৭। যক্ষারোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
১৮। ডায়রিয়া আক্রান্ত রোগীদের খাবার স্যালাইন খাওয়ানো হয়ে থাকে।
১৯। মাসিক রোগীদের প্রতিবেদন প্রদানসহ অন্যান্য প্রতিবেদন নিয়মিত ভাবে উর্ধবতন অফিসে প্রেরণ করা হয়।
২০। সরকারী নীতি মালার আয়তায় এ্যাম্বুলেন্স সকলের জন্য উন্মুক্ত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্স ০১টি।
ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ০৯টি।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ০৮ টি।
বেডের সংখ্যা ৫০ টি।
ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা ৩৫ টি।
কর্মরত ডাক্তারের সংখ্যা ০৪ জন।( উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ )
সিনিয়র নার্স সংখ্যা মঞ্জুরীকৃত পদ সংখ্যা ১৬ টি। কর্মরত = ১৪ জন।
সহকারী নার্স মঞ্জুরীকৃত পদ সংখ্যা ০১ টি। কর্মরত = নাই।
প্যারামেডিক্স এর মঞ্জুরীকৃত পদ সংখ্যা ০৮টি। কর্মরত = ০৮ জন।
চিকিৎসা সহকারীর মঞ্জুরীকৃত পদ সংখ্যা ১৭টি। কর্মরত = ০৯ জন।
কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ৪৮টি। কর্মরত = ৪৭ জন সি,এইচ,সি,পি।
টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান মোবাইল নং- ০১৭৩০ ৩২৪৬৭১।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস